Authors
Explore our collection of books across different authors
রেহনুমা বিনত আনিস
5
Books
137
Followers
রেহনুমা বিনতে আনিস। জন্ম চট্টগ্রামে। শৈশব ঢাকায়, কৈশোর আবুধাবীতে। পরিণত বয়সে ভারতে এবং বিয়ের পর আবার চট্টগ্রমে ফিরে আসা। দীর্ঘদিন কানাডায় প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন। আদর্শিক, উদারপন্থী এবং জ্ঞানানুসন্ধানী পরিবারে রেসশমের গুঁটির মতো নিরাপদ ও পরিশীলিত পরিবেশে বেড়ে ওঠা। জীবনের পরবর্তী অংশে বন্ধুবান্ধব, পেশা, বিয়ে ইত্যাদির কারণে ব্যাপক সামাজিক সংস্পর্শে আসা। মূলত মুখচোরা বইপোকা। নানা রঙের অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু তুলে ধরার প্রয়াস এবং সমাজের নানা দিক দিয়ে চিন্তাশীলতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই মাঝেমধ্যে টুকটাক লেখালেখি। ইংরেজিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতা করলেও বিশ্বসাহিত্য ও জ্ঞানের যেকোনো অঙ্গনে বিচরণে আপত্তি নেই। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং- এ শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। আবুধাবীস্থ ‘ইয়াং টাইমস’ ম্যাগাজিনে নিয়মিত লেখিকা হিসেবে লেখার হাতেখড়ি। মাঝে বহুদিন পড়াশোনায় মগ্ন থাকার পর ছাত্রছাত্রীদের চাপাচাপিতে আবার লখালেখিতে ফিরে আসা।