Authors
Explore our collection of books across different authors
মিরিয়াম গ্রসম্যান এম.ডি.
1
Books
26
Followers
আমি শিশুরোগবিদ্যার ওপর প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডাক্তার। এ ছাড়া বিশেষজ্ঞ প্রশিক্ষণ লাভ করেছি শিশু, কিশোর, ও প্রাপ্তবয়স্ক মনোরোগবিদ্যার ওপর। মেডিক্যাল ডিগ্রি অর্জন করেছি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে। নিউইয়র্কের বেথ ইজরায়েল হসপিটাল থেকে সম্পন্ন করেছি শিশুরোগবিদ্যার ওপর ইন্টার্নশিপ। তারপর কর্নেল ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজের অধীনে নর্থ শোর হসপিটাল থেকে মনোরোগবিদ্যার ওপর রেসিডেন্সি এবং শিশু-কিশোর মনোরোগের ওপর ফেলোশিপ সম্পন্ন করি। আমি আমার পেশায় জেঁকে বসা বিভিন্ন সামাজিক এজেন্ডাকে কাটাছেঁড়া করি। তুলে ধরি কীভাবে সেগুলো সমাজের, বিশেষত নারীদের ক্ষতি করছে। আমার মনোযোগের কেন্দ্রবিন্দু যৌনশিক্ষা ও প্রজনন স্বাস্থ্য: যৌনবাহিত সংক্রমণ, উচ্চঝুঁকিপূর্ণ আচরণ, গর্ভনিরোধ, উর্বরতা, ও গর্ভপাত। আমার উদ্দেশ্য হলো এসব অসংগতিকে তুলে ধরা, এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার মুখোমুখি করা এবং নিরেট বিজ্ঞান ও সাধারণ বিবেক-বুদ্ধিভিত্তিক শিক্ষা উপকরণ সরবরাহ করা। আপনি যদি তরুণ, পিতামাতা, দাদা-দাদি, নানা-নানি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাইকোথেরাপিস্ট, যৌনশিক্ষাকর্মী, নারীস্বাস্থ্যকর্মী, জেন্ডার অ্যাক্টিভিস্ট বা নীতি-নির্ধারক হয়ে থাকেন, তাহলে আমার কথাগুলো শোনা আপনার জন্য মারাত্মক জরুরি। বারো বছর যাবৎ আমি ইউসিএলএ-এর স্টুডেন্ট কাউন্সেলিং সার্ভিসেসে কর্মরত ছিলাম। সেখানে আমার প্রায় সকল রোগী ছিল বিশ বছরের কিছু কম বা কিছু বেশি বয়সি শিক্ষার্থী। সংগত কারণেই এসব শিক্ষার্থীর অনেকেই কখনো না কখনো আক্রান্ত হয়েছে যৌনক্রিয়ার ফলাফল হিসেবে উদ্ভূত বিভিন্ন সমস্যায়। যৌনাঙ্গের সংক্রমণ, গর্ভপাত, এইচআইভি-এর সম্ভাবনা ইত্যাদি। সেই যৌনক্রিয়া ‘নিরাপদ’ হোক বা না হোক, ফলাফল তাদের একই হয়েছে। একটা না, দুটা না, এক ডজন না; বরং শত শত তরুণ-তরুণী যৌনসংক্রমিত রোগ-ব্যাধিতে জর্জরিত। আমি এগুলোর চাক্ষুস সাক্ষী; অথচ বড় বড় সব স্বাস্থ্যসেবা-কর্তৃপক্ষ সেসব রোগের আসল কারণগুলোকেই হাততালি দিয়ে উৎসাহিত করছে! এটা দেখার পর যে আমার কী রকম অনুভূতি হয়েছে, তা বলে বা লিখে বোঝানো কঠিন। তাই যুক্তরাষ্ট্র ও এর বাইরের যত বেশি সম্ভব মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার এক যুদ্ধে নেমেছি আমি। উদ্দেশ্য হলো তাদেরকে এমন কিছু দরকারি জীববৈজ্ঞানিক সত্য জানিয়ে দেওয়া, যেগুলো তাদের কাছ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোপন করা হচ্ছে।