Authors
Explore our collection of books across different authors
মির্জা ইয়াওয়ার বেইগ
3
Books
43
Followers
মির্জা ইয়াওয়ার বেইগ ‘ইয়াওয়ার বেইগ এন্ড এ্যাসোসিয়েটস'-এর প্রতিষ্ঠাতা; পুরোধা। তিনি একজন আন্তর্জাতিক বক্তা, লেখক, পরামর্শক এবং বাণিজ্যিক উপদেষ্টা। নেতৃত্বের উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞ; বিশেষ করে প্রযুক্তিবিদদের ব্যবস্থাপনা এবং পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনটি মহাদেশের অনেক বহুজাতিক কোম্পানি, বিভিন্ন দেশের সরকার 3 উদ্যোক্তাদের পরামর্শদাতা হিসেবে তার রয়েছে ২৮ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। এই দীর্ঘ সময়ে তিনি প্রায় ২,০০,000 ব্যবস্থাপক, প্রশাসক, শিক্ষক, প্রযুক্তিবিদ, এবং ধর্মপ্রচারককে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি প্রাচ্যের মূল্যবোধের সাথে পাশ্চাত্যের জীবনযাত্রার সমন্বয় ঘটিয়ে সাংস্কৃতিক সীমারেখাকে সহজেই অতিক্রম করেন। তাঁর জীবনদর্শনের লক্ষণীয় দিক হলো স্পষ্টবাদিতা, আপোষহীন আদর্শবাদিতা এবং মূল্যবোধ ভিত্তিক পেশাদারিত্ব। পাঁচটি ভাষায় পারদর্শী এ মানুষটি নিয়মিত লেখালেখি করেন। ব্লগ, প্রবন্ধ বা বই—তার লেখনীর প্রধানতম উদ্দেশ্য হলো পাঠকের মধ্যে অনুকরণীয় আদর্শ তৈরি করা।