নাস্তিকরা আজীবন বিশ্বাসীদের বিশ্বাস নিয়ে ঠাট্টা করেছে। বিশ্বাসকে কেন্দ্র করে বারংবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ ও অবমাননা কোনো কিছুই বাকি রাখেনি। চালিয়েছে তথ্যসন্ত্রাস। ইনিয়েবিনিয়ে তৈরি করেছে হাজারো অবান্তর প্রশ্ন। পক্ষান্তরে বিশ্বাসীরা কেবল জবাব দিতে দিতে হয়েছে ক্লান্ত। পাল্টা প্রশ্ন তৈরির চিন্তা করেনি কখনো। প্রশ্নের তীর ছুড়ে ক্ষতবিক্ষত করেনি তাদের অবিশ্বাসী অন্তরগুলো। কিন্তু কথায় আছে প্রশ্ন কখনো শেষ হবার নয়। ব্যস, অনেক হয়েছে। এবার তাদের পালা। এবার আমরা প্রশ্ন করবো তারা উত্তর খুঁজবে। খুঁজে খুঁজে মরিয়া হবে। যে বিশ্বাস নিয়ে তাদের এত মাথাব্যথা সে বিশ্বাস দিয়েই তাদের ঘায়েল করবো। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে, তারাও বিশ্বাসী। এমনকি অন্ধবিশ্বাসী। অতএব নাস্তিকদের নাস্তানাবুদ করতে চাইলে 'নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ' বইটি পড়ুন এবং সরাসরি চ্যালেঞ্জ করুন।
Allhamdulillah
Read all reviews on the Boitoi app