❝ধনী হওয়া শুধু ভাগ্যের ব্যাপার নয়; সুখ শুধু একটা বৈশিষ্ট্য নয় যে মানুষ জন্মগতভাবে এ ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মে। এ ধরনের উচ্চাশাগুলো হয়তো আপনার নাগালের বাইরে মনে হতে পারে, কিন্তু সম্পদ তৈরি করা এবং সুখী হওয়ার মতো ব্যাপারটা আসলে এক ধরনের দক্ষতা যা আমরা শিখতে পারি।❞ তাহলে এই দক্ষতাগুলো কী এবং আমরা কীভাবে সেগুলো শিখব? আমাদের প্রচেষ্টাকে গাইড করবে এমন নীতিই-বা কী? অগ্রগতি বা উন্নতি বলতে কেমন দেখায়? নাভাল রবিকান্ত হলেন একজন উদ্যোক্তা, দার্শনিক এবং বিনিয়োগকারী যিনি সম্পদ তৈরি এবং দীর্ঘমেয়াদি সুখ সৃষ্টির জন্য তার নীতি দিয়ে বিশ্বকে বিমোহিত করেছেন। নাভাল রবিকান্তের অ্যালমান্যাক বা ডায়েরি হলো নাভালের বিগত দশ বছরের অভিজ্ঞতার একটি সংগ্রহ, যা তার অন্তর্দৃষ্টিপূর্ণ সাক্ষাৎকার এবং মর্মস্পর্শী অভিজ্ঞতা বিশ্লেষণের একত্রীকরণ। এটা কোন পথনির্দেশক, গাইড বা কীভাবে করতে হবে-জাতীয় বই নয়। বরং এটা আপনাকে দেখানে আপনি কীভাবে একটি সুখী. সমৃদ্ধ জীবনের পথে নিজে নিজে, বিচার-বিবেচনার মাধ্যমে হাঁটতে পারেন।
অসাধারণ একটি বই
Read all reviews on the Boitoi app