মেয়েদের জীবন হচ্ছে প্রতীকি অর্থে রেলগাড়ি। ট্র্যাক ধরে এগিয়ে চলে সামনে। যেখান থেকে শুরু হয়, আর যেখানে শেষ, সবটুকুই পাই টু পাই সোজা হতে হয়। একটু উনিশ-বিশ হলেই রেললাইন থেকে ছিটকে পড়ে বহু দূর। আঁকাবাঁকা পথ সেখানে একদমই অনাকাঙ্ক্ষিত। আমাদের সমাজ সবকিছু মানতে পারে। কেবল এই আঁকাবাঁকা পথ বাদে। এটায় সমাজের মানুষের ভীষণ অরুচি আছে। আর যেসব মেয়েদের জীবন নামক রেলগাড়ি আচানকই ট্র্যাক থেকে ছিটকে যায়, তারা ক্ষণিকের বদলে হয়ে যায় অস্পৃশ্যা। এই উপন্যাসটা এমনই এক অস্পৃশ্যা মেয়ের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। বাস্তব ঘটনার সাথে হুবহু মিল নেই। আবার একদমই অমিল আছে, তাও বলা যায় না। বরং বাস্তবের সাথে মিল রেখেই উপন্যাসটি তরতর করে এগিয়ে গেছে সমাপ্তির পথে, অথবা নতুন এক শুরুর প্রত্যয়ে।
একটানা পড়েছি খুব খারাপ লাগছে আজাদ এর জন্য তবে সমাপ্তির জন্য ২য় পার্ট চাই আপু।
Read all reviews on the Boitoi app
Pora Jai na ken
Amar pora best ekta boi.Mone hoise porchi na dekhchi.Tobe sese Azab arFatema ke niya ar ektu lekha hole valo lagto.Mone hoise pet vorse kintu mon vhore nai.
অতি শীগ্রই দ্বিতীয় খন্ড চাই লেখিকা আপু.