প্রতিদিনই মা-হরিণ বের হয় তার তিনটি ছানার জন্য আহারের সন্ধানে। তবে আজ একটু অন্যরকম খাবার তাদের খাওয়াতে চায় সে। কেওড়াপাতা ওদের নিত্যআহার। বনের কাছেই পাওয়া যায়। এই টকস্বাদের পাতা রোজ রোজ ছানারা খেতে চায় না। মা-হরিণও বোঝে ব্যাপারটা। সত্যিই একই জিনিশ খেতে খেতে ওদের রুচি মিইয়ে গেছে। এ-জন্য সে ছানাদের আজ নতুন কোনো খাবারের ব্যবস্থা করতে বের হয়েছে সেই ভোরবেলায়। তাদের জন্য আজ নতুন খাবারের সন্ধানে বের হওয়ার পেছনে আরো একটা কারণ আছে। আজকের দিনটা একটু অন্যরকম। আজ যে ওর জন্মদিন।.....