ছয় মাসের ব্যবধানে দুই দুটো খুন হলো। মৃতদেহে রেখে যাওয়া হয় কিছু অদ্ভূত চিহ্ন। খুন দুটো কি একই মানুষ করেছে, নাকি ভিন্ন মানুষ? তদন্তে নামলো পিবিআই-এর হোমিসাইড সেকশনের ইন্সপেক্টর মুহিত এবং এসআই ইরান। তাদের সবারই গোপন অতীত আছে যেটা কেউ জানে না। খুন দুটোর অদ্ভূত প্রকৃতি মুহিত এবং ইরানকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দিলো। তাই তারা সাহায্য নিতে বাধ্য হলো ক্রিমিনাল সাইকোলজিস্ট ড. জামিউল পাশার। ক্রমেই জট পাকাতে লাগলো রহস্য। মুহিত, ইরান এবং ড. পাশা কি পারবেন এই জটিল রহস্যের সমাধান করতে?
টপ টেন বাংলা থ্রিলার এর লিস্ট করলে এটা অনায়াসে থাকবে
Read all reviews on the Boitoi app