সন্ধ্যা নামলেই আমার শরীর ভার হয়ে যায়। মনে হয় সারা বাড়িতে একটা ছায়া ঘুরাঘুরি করে। আমি দৃষ্টি ফেলতে গেলে সে কোথায় যেনো হারিয়ে যায়। জানিনা এইটা আমার মনের ভুল নাকি অন্য কিছু। পরবর্তীতে আমার শরীরে একটা উষ্ণবায়ু স্পর্শ হয়। সেই উষ্ণবায়ুর স্পর্শের পর, আমার কিছু মনে থাকেনা। সকালবেলা উঠলে রাতের কিছু আর মনে করতে পারি না।"
আপনার গল্প আমার সব সময়ই অনেক প্রিয়। তাই নতুন গল্পের বই প্রকাশ পাবার সাথে সাথে কিনে পড়ে ফেললাম।আরো আরো সুন্দর নতুন নতুন গল্প চাই ভাইয়া।এগিয়ে যান, শুভ কামনা রইলো 🌷🌷🌷🌷
Read all reviews on the Boitoi app
রিয়াজ ভাইয়ের লেখা গল্প মানেই অসাধারণ🔥
গল্প টা এককথায় অসাধারণ। এক একটা লাইন পড়ে যেনো ভয়ের মাত্রা বেড়ে যাচ্ছিল।এমন গল্প রিয়াজ ভাই ছাড়া কেউ লিখতে পারবে না।আমি রিয়াজ ভাইয়ার সব গল্প পড়ছি।সব গল্প অসাধারণ।কালো জাদু,বান মারা এই কাজ গুলো কাছের মানুষ গুলোই করে থাকে।
শত্রু সবসময় আপন মানুষ গুলোই হয়
এক কথায় অসাধারণ হয়েছে।রিয়াজ রাজ মানেই ভয়ের কিছু গল্পটার জন্য লোভ সামলাতে পারছিলাম না।যাক শেষ পযন্ত কিনেই নিলাম।
বাস্তবে অনেক ঘটেছে এরকম ঘটনা।