সময়টা নব্বই দশকের। খুলনার যে বাসায় আমরা দীর্ঘদিন ধরে ভাড়া থাকতাম তার পাশের ফ্ল্যাটে কোনো ভাড়াটে এসে বেশি দিন থাকতে পারতো না। কয়েক মাস পরপর ভাড়াটে বদল হতো। না, তেমন জটিল কোনো কারন অবশ্য ছিল না। সকলেরই একই কেইস, বদলি। এতে করে বাড়িওয়ালা কতটুকু সমস্যায় পড়তেন জানিনা কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব বিপদে পড়ে যেতাম। বলা যায় অসহায় হয়ে পড়তাম। কারন ও বাসায় এ পর্যন্ত যতগুলো ফ্যামিলি এসেছে, কাকতালীয়ভাবে প্রতিবার সাথে একটা করে ছোট্ট শিশু ছিলো। আমি যেহেতু ঘরকুনো টাইপের ছিলাম, আমার খুব মিষ্টি সময় কাটতো ওদের সাথে। ওরাও আমাকে দারুণ পছন্দ করতো। সকাল নেই বিকেল নেই আমার কাছে আসার জন্য ছটফট করতো বাচ্চাগুলা। যখনি সম্পর্কটা মায়ায় জড়িয়ে জমে ক্ষীর হতো, ঠিক তখনি ওদের বদলির ঘন্টা বেজে যেতো।
অসম সুন্দর হয়েছে লেখনী🥰
Read all reviews on the Boitoi app