রমাদান সংযমের মাস, মুক্তির মাস। আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করি। মন্দের থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। কিন্তু এই যে আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করছি, হারাম থেকে বিরত থাকার স্বভাব অর্জন করছি, এই অভ্যাসগুলোর প্রয়োগ বছরের বাকি ১১ মাসে আমরা বাস্তবিক অর্থে কতোটুকু করে থাকি? কিংবা এই যে দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনা করছি আমাদের সিয়াম কি আসলেই কবুল হচ্ছে? যদি না হয় তবে কেনো হচ্ছে না? কীভাবে সিয়াম পালন করলে আমাদের সিয়াম কবুল হবে, এসব প্রশ্নের উত্তরই দেয়া হয়েছে এই বইয়ে।