বল্লার দংশন’ বইটিতে মোট ১৪টি গল্প রয়েছে। গল্পগুলো আমার বাস্তব জীবন থেকে নেয়া। এতে যেমন আনন্দ-বিনোদন রয়েছে, তেমনি রয়েছে শেখার ও জানার মতো অনেক কিছু--যা আধুনিককালের কিশোর-কিশোরীদের অনেক কিছুই অজানা। আশা করি গল্পগুলো কোমলমতি কিশোর-কিশোরী পাঠকসহ সর্বশ্রেণীর পাঠকদের ভালো লাগবে। আর পাঠকদের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। জানি পাঠকদের কাক্সিক্ষত মনের চাহিদা পূরণ করা আমার সাধ্যের বাইরে। তবুও পাঠকমহল যদি আমার এই ক্ষুদ্র প্রয়াসকে স্বাগত জানায় তাহলে ভবিষ্যতে আরও ভালো কিছু লেখা উপহার দেওয়ার প্রয়াস পাব। অনেক চেষ্টা থাকার পরও বইটিতে হয়তোবা কিছু ভুল-ভ্রান্তি রয়ে গেছে। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য পাঠকমহলের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। পরবর্তী সংস্করণে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।