নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের সর্বশ্রেষ্ঠ স্তম্ভ। ঈমান আনার পরই যে কাজটি প্রথম করতে হয়- তা নামাজ। রাসূল (সা) নামাজ পড়াকেই কুফর ও ইসলামের মধ্যে পার্থক্যের প্রধান চিহ্ন বলে নির্দিষ্ট করে দিয়েছেন। মুসলমানগণ প্রকৃত মুসলমান কিনা তার বাস্তব পরীক্ষা এবং প্রমাণ নেওয়ার জন্যই পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। তাই বে-নামাজীকে মুসলমান মনে করার কোনো অবকাশ নেই।