ছড়া সাহিত্যের একটি শক্তিশালি মাধ্যম। পাঠকদের ছন্দ, তাল ও অন্ত্যমিলের ঝংকারে বিমহিত করতে ছড়ার বিকল্প নেই। সেই ছড়া যদি হয় শিশুতোষ, তবে তা যেন শিশুদের মনকেও প্রফুল্ল করে তোলে। শিশুরা ছড়া পড়তে অনেক ভালোবাসে। মুখে মুখে ছড়া কাটতেও শোনা যায় ছড়াপ্রেমি শিশুদের জন্য ‘দুষ্টু ছেলের দল’ নিঃসন্দেহে ভালো লাগার খোরাক যোগাবে।