মস্তবড় এক জঙ্গলে একটি লাল মুরগি ও তার দুটো বাচ্চা বাস করত। বাচ্চা দুটো অনেক ছোট্ট ছিল। তারা খুব চঞ্চলও ছিল। মাকে ছাড়া কিছুই বুঝত না। তাদের মা-ও তাদের ছাড়া কিছু বুঝত না। মা সারাক্ষণ বাচ্চাদের চারপাশে থাকত। এভাবেই ধীরে ধীরে মায়ের আদরে বাচ্চা দুটো বড় হতে লাগল।