শিশু-কিশোরদের মেধা-মনন বিকাশে বই, ম্যাগাজিন কিংবা পত্রিকা পাঠের কোনো বিকল্প নেই। অনেক সময় শিশু-কিশোররা বই থেকে মুখ ফিরিয়ে নেয় শুধুমাত্র তাদের উপযোগী বই না হওয়ায়। বইয়ের প্রতি আগ্রহবোধ হারিয়ে মোবাইলের ইন্টানেটের বিনোদন আর গেমসের পেছনে ছোটে। বই পড়েও যে আনন্দ-বিনোদন ও মজার কিছু শেখা যেতে পারে তা যেন ‘গুল্টু ও ছোটাভূত’ না পড়লে উপলব্ধি করার উপায় নেই।