আমি আমার এ-বইয়ে মোট ২৪ জন শিক্ষকের সঙ্গে বলা কথার বিবরণী দিয়েছি। এইসব শিক্ষকেরা নানা স্থানে থাকলেও, এ-বই পড়ে আপনি বুঝতে পারবেন, তাঁদের কথা বলার সুর ছিল একই রকম। এ-বইতে আমি চেষ্টা করেছি 'দ্য সিক্রেট'-এর সব রকম সহজ পথ আপনাদের সাথে শেয়ার করে নিতে, এবং সেটা যত সহজে সম্ভব। এ-বই আপনাকে নিয়ে যাবে আপনার স্বপ্ন-সম্ভবের পথে। শুধুমাত্র এই কারণেই আমার এ-বই লেখা। আমি চাই 'দ্য সিক্রেট'কে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। পুরো বইটাকে আপনি কেবলমাত্র 'বই' মনে না করে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসাবে ভেবে নিন, সারাক্ষণ এটিকে মনপ্রাণ ঢেলে ভালোবাসুন, বিশ্বাস করতে চেষ্টা করুন এ-বইয়ের সকল কথা, এবং চর্চা জারি রাখুন। কারণ আমার এ-বই কেবলমাত্র আপনার উন্নয়নের জন্যই সৃষ্টি। রন্ডা বাইর্ন