যদি কখনো ঘুম থেকে উঠে জানতে পারেন সারাজীবন জেনে আসা শান্ত, নম্রভদ্র মেয়েটিই একজন জলজ্যান্ত মানুষকে খুন করেছে তখন আপনার প্রতিক্রিয়া কেমন হবে? " মানুষ কত বৈচিত্র্যময়। একেক সময়, একেক মানুষের সামনে তারা নিজেদের একেক রুপের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। সামনে থাকা মানুষটা জানেই না সে যে মানুষটার সাথে কথা বলছে তার আরো শখানেক রুপ আছে৷ যার মধ্যে কিছু নম্র, কিছু স্বার্থবাদী আর কিছু ছলনায়ভরা৷ বহুরুপীতার বৈশিষ্ট্য যেন মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। হায়রে মানুষ!"