বর্তমান সময়ের আকাবির উলামায়ে দেওবন্দ যে স্তরে থেকে মাওলানা সাদ সাহেবের দৃষ্টিভঙ্গি ও কার্যপদ্ধতির ব্যাপারে নিজেদের মতভিন্নতা ও অসন্তোষের কথা ব্যক্ত করেছে, তা নিঃসন্দেহে তাঁদের সেই ঈমানি দূরদর্শিতার পরিচয় বহন করে। ইন্টারনেটে মাওলানা সাদ সাহেবের ২০১৮ সালে প্রদত্ত প্রায় দেড় শতাধিক বয়ান সংরক্ষিত রয়েছে। সেগুলোর মধ্য হতে অল্প কয়েকটি বয়ান শোনা হলো। বিশেষ করে ২০১৮ সালের বড় বড় ইজতিমা তথা আওরঙ্গাবাদ, ভুপাল, বুলন্দশহর ও কর্নোল ইজতিমায় তিনি যে বয়ানগুলো দিয়েছেন, সেগুলোর মাঝেও অনেকগুলো আপত্তিকর বিষয় উঠে এসেছে। সেগুলোকে সংক্ষিপ্ত পর্যালোচনা সহকারে, বক্ষ্যমাণ গ্রন্থে উলামায়ে কেরাম ও গুণীজনের খেদমতে পেশ করা হচ্ছে। আপনারা সেগুলো পড়ে, নিজেরাই ইনসাফের সঙ্গে বলুন যে, আকাবির উলামায়ে দেওবন্দ যেই আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন, অর্থাৎ মাওলানা সাদ সাহেব আকাবিরের মতাদর্শ থেকে সরে একটি নতুন ফেরকা গঠন করতে চলেছেন, তাদের সেই আশংকা কি সঠিক ও যথাযথ নয়?