ভীতি ও আকাঙ্ক্ষা এমনই দুটি শক্তি যার কারণে মানুষ সর্বদাই জীবনসংগ্রামে লিপ্ত থাকে। এই দুই বস্তু থেকে তার কোল যদি খালি হয়ে যায় তখন সে িনজের কর্মোদ্যম ও স্পৃহা হারিয়ে ফেলে। যেহেতু ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার ভীতি তাকে অকর্মা বা কর্মহীন হতে দেয় না, সেহেতু সফলতা ও উন্নতির আকাঙ্ক্ষা তাকে চেষ্টা-তদবির করতে বাধ্য করে। এটিই হলো ভীতি ও আকাঙ্ক্ষার আশ্চর্যজনক প্রভাব। এই বিষয়াবলিকেই পবিত্র কোরআন মাজিদ নবী (আ.)-দের নবুয়তির ভিত্তি বলে ঘোষণা দিয়েছে : وَمَا نُرْسِلُ ٱلْمُرْسَلِينَ إِلاَّ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ "আমরা সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী ছাড়া কোন রাসূলই পাঠায়নি।" [সূরা ০৬ আনআম, আয়াত-৪৮] ইমাম মাহদী (আ.) সম্পর্কিত আকিদার বিষয়ে আলোচনা হচ্ছে আকাঙ্ক্ষাযুক্ত ভবিষ্যৎ-সংক্রান্ত, যা তাঁর সমস্ত গুণসহ মানব ইতিহাসে কেবল একবারই সংঘটিত হবে। তখন জুলুম, অনাচার, অত্যাচার, শ্রেণিবিভেদ ও সাম্রাজ্যবাদের কালো থাবা মানবসমাজ থেকে মুছে যাবে। আর মানবতা সমস্ত প্রকার ভুল-ভ্রান্তি থেকে মুক্ত হয়ে পূতপবিত্র নেতৃত্বের পরশে এবং সুন্দর চরিত্র, খোদাভীরু ও পরহেজগার মুজতাহিদদের সঙ্গে মাসুম রাহবারের নেতৃত্বে নিজেদের প্রাণ হাতের মুঠোয় নিয়ে পরিপূর্ণতার চরম শিখরে উপনীত হবে। আল্লাহর অমিয় বাণী সমগ্র মানবজাতির অন্তরকে আলোড়িত করে ঘোষণা দিচ্ছে: وَلَقَدْ كَتَبْنَا فِى ٱلزَّبُورِ مِن بَعْدِ ٱلذِّكْرِ أَنَّ ٱلأَرْضَ يَرِثُهَا عِبَادِىَ ٱلصَّالِحُونَ "আমি ইতিপূর্বে উল্লেখ করার পর যুবুরেও একথা লিপিবদ্ধ করেছি যে, নিশ্চয়ই এই পৃথিবীর উত্তরাধিকারী করবো আমার সালেহ বান্দাদেরকে"। [সূরা ২১ আম্বিয়া, আয়াত-১০৫]