এতক্ষণ মীতির রুমে থাকা সিঙ্গেল সোফায় গা এলিয়ে বসে ছিল রাতুল, আর পারল না বসে থাকতে। সে নিশ্চিত, এই মেয়েটার কোনো অলৌকিক ক্ষমতা আছে। সেই ক্ষমতার জোরেই আজ ত্রিশ বছর বয়সে এসে নিজের পুরুষত্ব হারিয়ে কলঙ্ক করতে চাইছে অলৌকিক ক্ষমতার এই নারীকে। হ্যাঁ! হবে হয়তো! নয়তো, কখনো বিয়েতে আবদ্ধ হতে না চাওয়া রাতুল বিয়ে নামক পবিত্র বন্ধনে বেঁধে যাবে কেন? প্রথম দেখাতেই কোন নারীকে ভালো লেগে যাবে কেন? কেনই-বা ধীরে ধীরে তার বুকে প্রেমের আঁচড় কাটতে শুরু করবে? ভাবতে গিয়ে অচিরেই মস্তিষ্কের ধাক্কা লাগল—আচ্ছা, মীতিরও কি তার জন্য প্রেমের আঁচড় কাটছে মনে? আদতে কি পারবে, রংধনুর সাত রঙের মতো মেয়েটার মনে প্রেমের আঁচড় কাটতে?
"প্রেম রঙের আঁচড় গল্পটার শুরুর চেয়েও শেষে গিয়ে আমি প্রেমে পড়ে গেছি।।মন আক্ষেপ করছিল আরও কয়েক পর্ব কেন নাই।পরিশিষ্ট তে আমার বহুবার পড়া হয়েছে।।রাতুল মীতি আর রাইত কে আমি আবারও পড়তে চাই😩। সাধারণ প্লট এ চমৎকার ছিল গল্পটা। একবারে গুছানো হয়েছে সবটুকু। লেখিকার দুইটা ই-বুক ই চমৎকার। লেখিকার জন্য শুভকামনা অনেক অনেক।।।রাজমিস্ত্রি আমাদের মনে এখন রাজ করবে🫠"
দারুণ
Read all reviews on the Boitoi app
সুন্দর ❤️❤️❤️
রাতুল-মীতিকে অন্যভাবে পেয়ে মনটা ভীষণ ফুরফুরে। ওদের দুষ্টুমিগুলো,খুনসুটিগুলো বড্ড মিস করব। পড়তে পড়তে কখন যে শেষের পাতায় চলে আসলাম জানতেও পারলাম নাহ্। ইসস্ মনে হচ্ছিল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কিন্তু পরিশিষ্ট টা পড়ে মুখ থেকে যেন হাসি সরছেই না। রূপা আপুর লেখা র কথা কী বলব!একদম আমার মন ভালো করে দেওয়া র ঔষধের মতো লেখে। তার জাদুমাখা লেখনীতে হঠাৎ হঠাৎই মুচকি হাসি ঠোঁটে দেখা দেয়। আপু তুমি কী দারুণ লেখো! তোমাকে এত্তগুলো ভালোবাসা💝💝। এই অসুস্থতার মাঝেও আমাদের মন ভালো করার দায়িত্ব নিয়েছো তাতে আরেকটু ভালোবাসা নেও❤️❤️।রাইত নামটা পছন্দ হয়ে গেছে। মন ভালো করার উদ্দ্যোগে আবারও পড়ব। সাধারণ প্লট কীভাবে অসাধারণ করেছে তুমি? সেটা বোধহয় নিজেও জানো না। ওরা আসলেই আমাদের মনে আঁচড় কাটতে পেরেছে। তোমার লেখা সার্থক আপু। "রাতুলের মনের দুয়ারে মীতি প্রবেশ করেছে, আর তুমি আমাদের মনের দুয়ারে সেই কবেই প্রবেশ করে বসতি করে ফেলেছো।"
এটা আমার প্রথম ই-বুক পড়া, তাও প্রিয় লেখিকার। আপাই সব গল্পই চমৎকার এটাও দারুণ হয়ছে, সুন্দর দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্প। রাতুল মীতির ছোট্ট একটা সংসার যেখানে ভালোবাসার কোনো খামতি নেই রাতুলের প্রেমর আঁচড় মীতির মনেও দাগ কাটে।তাদের ছোট্ট সংসার এ নতুন আলো নিয়ে আসে তাদের ছেলে রাইত।গল্পে রাতুল ও মীতির বাবার সম্পর্ক টা দারুণ লেগেছে কি সুন্দর মিষ্টি সম্পর্ক শশুর জামাই এর। গল্পটা সত্যি আমার মনে দাগ কেটেছে। অসম্ভব সুন্দর একটা গল্প, ভালোভাবা আপাই।🥰
অনেক সুন্দর হয়েছে
এক কথায় সুন্দর। রাতুলের এই রূপ একটু বেশীই পছন্দ হয়ে গেলো মনে হচ্ছে। এই রাতুল আর মীতি, দুই সাধারণের অসাধারণ সংসার মনে আঁচড় কেটে গিয়েছে।
প্রিয় রাজমিস্ত্রী এবং তার ঘরণীর একটা সুন্দর দুষ্টু-মিষ্টি ভালোবাসায় পরিপূর্ণ সংসার চোখের সামনে গড়ে উঠতে দেখলাম। দারুন মনমুগ্ধকর ছিল গল্পটা। কি নেই এতে? একে অপরের প্রতি ভালোবাসা,তাদের খুনশুটি,রাগ,অভিমান। আরও একবার লেখিকার লেখার প্রেমে পড়লাম। কি দারুন লিখনি তার! এতো সুন্দর সুন্দর গল্প গুলো আমাদের উপহার দেওয়ার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লেখিকা। লেখিকার জন্য ভালোবাসা রইল💙💙। আপনারাও রাতুল মীতির সাধারণে অসাধারণ গল্পটা পড়ে দেখতে পারেন।
শেষ হয়েও হইলো না শেষ।মন'টা শুধু এই বাক্যই বলে যাচ্ছে।কি পড়লাম,জানি না।শুধু মনে হচ্ছে,রাতুল আর মীতির সংসার আমার চোখে সামনে তৈরি হলো।ওদের ভালোবাসা,খু;ন-শুটি,আহ্লাদীপনা,রাগ-অভিমান সব যেন আস্ত এক বুক আবেগ।আমি চোখ বন্ধ করে বলতে পারি,বাকি সব গল্প-উপন্যাসকে হার মানিয়ে আপনার এই ই-বুক'টাই বেস্ট হয়ে দাড়াবে।এত সুন্দর,গুছানো লেখুনি,মাশাল্লাহ্!কি মারাত্মক লিখেছেন।আমি তো এখনো ঘোরে আছি।রাতুলের ঘোর কাটছে না।লেখিকা আপু,শুভকামনা এবং ভালোবাসা নিবে।❤️
প্রেম রঙের আঁচড় গল্পটার শুরুর চেয়েও শেষে গিয়ে আমি প্রেমে পড়ে গেছি।।মন আক্ষেপ করছিল আরও কয়েক পর্ব কেন নাই।পরিশিষ্ট তে আমার বহুবার পড়া হয়েছে।।রাতুল মীতি আর রাইত কে আমি আবারও পড়তে চাই😩। সাধারণ প্লট এ চমৎকার ছিল গল্পটা। একবারে গুছানো হয়েছে সবটুকু। লেখিকার দুইটা ই-বুক ই চমৎকার। লেখিকার জন্য শুভকামনা অনেক অনেক।।।রাজমিস্ত্রি আমাদের মনে এখন রাজ করবে🫠