তিনি রাসূল(সা.) থেকে অতিরিক্ত হাদিস বর্ণনা করেছেন। সুন্নীদের সিহাহ সিত্তাহগুলোতে এবং অন্যান্য হাদিসগ্রন্থে তার বর্ণিত অসংখ্য হাদিস উল্লেখ করা হয়েছে। তার বর্ণিত হাদিসের পরিসর এত সুবিশাল যে, এগুলোর উৎসমূলের অনুসন্ধান ব্যতীত আমাদের নিকট আর কোন পথ খোলা নেই। কারণ এগুলো আমাদের ধার্মিক ও মনস্তাত্ত্বিক জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। অন্যথায় আমরা এই বিষয়কে বাদ দিয়ে অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি প্রয়োগ করতাম। এই অসংখ্য হাদিসগুলো ইসলামের মৌলিক থেকে শুরু করে শাখাগত বিষয় পর্যন্ত এমনভাবে প্রসারিত হয়েছে যে, সুন্নিদের তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের চার মাযহাব আশ'আরী এবং তাদের আলেমগন শরীয়াহর বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের ব্যাপারে এগুলোর উপর নির্ভর করতে ও বিশ্বাস করতে বাধ্য থাকেন। সুতরাং আল্লাহ ও তাঁর দ্বীন সম্পর্কিত বর্ণিত এই হাদিস সমূহ ও এর বর্ণনাকারীর ব্যাপারে গবেষণা একান্ত আবশ্যক।