আমাদের মধ্যে যাদের বয়স হয়েছে তারা সবাই এক সময় দুরন্তপনার কিশোর ছিলাম। যে বয়সটায় রোমাঞ্চের কলি একটু একটু করে ফুটতে থাকে। অস্থিরতা মিশ্রিত প্রেম, ভালোবাসা ও ভালোলাগার বয়স এই কিশোর বয়স। দুরন্তপনায় ও মায়ার মোহনজালে আটকে যায় এই বয়স। নিজের জীবনে ঘটে যাওয়া সে সময়ের টুকরো টুকরো ভালোবাসার ও ভালোলাগার কিছু স্মৃতিতে মাঝেমধ্যেই নস্টালজিক হয়ে পড়ি। আর এ নস্টালজিক হওয়া থেকেই আমার গল্প লেখার সূত্রপাত। কিছু মানুষের অনুপ্রেরণা আমাকে এই মধুর স্মৃতিময় দিনগুলি নিয়ে কিছু লিখতে সাহস যুগিয়েছে। আমি জানি, এই ঘটনাগুলি প্রায় সবার ক্ষেত্রেই সে বয়সে কমবেশি হয়েছে। আমি শুধু কলমের ডগায় উদগীরণ করেছি গুণমুগ্ধ আমার পাঠক মহলের জন্য। গল্পের বই কিছুটা সময়ের জন্য হলেও একজন পাঠককে একটি আলাদা জগতে নিয়ে যায়। আমার গল্পগুলো পাঠকদেরকে সে রকম একটা রোমাঞ্চকর বা আনন্দদায়ক জগতে নিয়ে যেতে পারবে কিনা জানি না। যদি নিয়ে যায় তাহলে আমার গল্প লেখা সার্থক হয়েছে বলে মনে করব।