রবীন্দ্রনাথ ঠাকুর ‘দুই বিঘা জমি কবিতায় জমিদারের বিরুদ্ধেই কলম ধরেছিলেন। কিন্তু তিনি নিজেও জমিদার। এতেই তাঁর মহত্ত ফুটে উঠেছে। লেখক নিজেও একজন সংবেদনশীল মানুষ। সমাজের অন্য মানুষগুলােও সংবেদনশীল। তবুও তারা ভুল করে বসে লেখক যেন এখানে নিজের বিরুদ্ধেই কথা বলেছেন।