আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন- هُوَ ٱلَّذِى بَعَثَ فِى ٱلأُمِّيِّينَ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَابَ وَٱلْحِكْمَةَ وَإِن كَانُواْ مِن قَبْلُ لَفِى ضَلاَلٍ مُّبِينٍ "তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরন করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তাঁর আয়াতসমুহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপুর্বে তারা ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত ছিল।" [সূরা ৬২ জুমুয়াহ, আয়াত-০২] আল্লাহতায়ালা এরশাদ করেছেন যে, মানুষ যখন প্রকাশ্য গোমরাহীতে লিপ্ত ছিল তখনই আমি একজন রাসূলকে প্রেরন করেছি। আর এজন্য প্রেরন করেছি, যেন এই রাসূল আমার আয়াতসমূহকে তেলাওয়াত করে, প্রজ্ঞা ও কিতাবের জ্ঞান দান করে, তাদের নফসকে পবিত্র করে প্রকাশ্য গোমরাহী থেকে বের করে আনে। যেমনটি কোরআন মজিদ বলছে ঠিক তেমনটিই হযরত মুহাম্মাদ(সা.) করে দেখিয়েছিলেন। রাসূল(সা.) পৃথিবীতে এলেন, হেজাজে(বর্তমান সৌদী আরব) তাবলীগ শুরু করে দিলেন। যে হেজাজ গোমরাহীর মূল কেন্দ্র ছিল। তাদেরকে আয়াতগুলো তেলোয়াত করে শুনালেন, কিতাবের জ্ঞান দান করলেন, তাদের নাফসকে পবিত্র করলেন। আর ঐ মানুষগুলি, যারা পশুর চেয়েও অধম হয়ে গিয়েছিল, তাদেরকে আবার মানুষ বানালেন। তাদের মধ্য থেকে অনেককে উচু মানের মানুষ বানিয়ে দিলেন। কিভাবে বানালেন?