কুইকোয়েনডন নামক ছোট্ট শহরটার খোঁজ করতে গিয়ে যদি ফ্ল্যানডার্সের পুরনো বা নতুন যে-কোনো মানচিত্র চোখের সামনে ধরা যায় তবে হতাশ হতেই হবে। তবে? তবে কি এটাই মনে করতে হবে অন্য বহু শহরের মতোই কুইকোয়েনডন শহরটা হাফিস হয়ে গেছে অবশ্যই না। ভূগোলবিশাদরা যাই বলুন না কেন গত আট নশো বছর ধরে অবস্থান করছে। আর তার তিনশো নিরানব্বইজন বাসিন্দাও রয়েছে।