স্যাম আর সিব অভিন্ন হৃদয় দুই ভাই। তাদের একজন পরিচারিকাকে বেটসি আর অন্যজন বেট্টি সম্বোধন করে ডাকাডাকি করতে লাগল। তাদের ডাক শুনে ভৃত্য প্যাট্টিজ হন্তদন্ত হয়ে ছুটে এল হেলন্সবার হলঘরের দরজায়। বলল, ‘স্যার, সে তো বাড়িতে নেই। ডেম বেস মিস হেলানার সঙ্গে বেরিয়েছে।' সিব আর স্যামের আসল নাম যথাক্রমে সেবাস্টিয়ান ও স্যামুয়েল। তারা উভয়েই মিস ক্যাম্বেলের মামা। তাদের মধ্যে স্যাম সিবের চেয়ে বয়সে মাত্র পনের বছরের বড়। ভাগ্নী মিস হেলানা স্যাম আর সিবের মনপ্রাণ জুড়ে রয়েছে। তাদের বিধবা দিদি শিশু-কন্যাকে রেখে পরলোকে পাড়ি জমিয়েছিলেন। ব্যস, তারপর থেকেই দুই ভাইয়ের সর্বস্ব হয়ে দাড়িয়েছে মা-বাপহারা শিশু ভাগ্নীটি। আজও সেই øেহের বন্ধন এতটুকুও ম্লান হয়নি। এমন কি ভাগ্নীর কোনোরকম অযতœ হয় ভেবে দুভাই বিয়ে-থা পর্যন্ত করেন নি। ভাগ্নী তাদেরই মা বাবা জ্ঞান করে। সে সিবকে মা আর স্যামকে বাবা সম্বোধন করে।