পহেলা বৈশাখ আমাদের নববর্ষ। ইহা বছরের প্রথম দিন। এ দিনটি বাঙালির জীবনে নতুন বছরকে বরণ করার দিন। ইহা আমাদের জন্য মঙ্গল বার্তা নিয়ে আসে। ফেলে আসা বছরটিকে বিদায় জানিয়ে নতুন বছরটিকে আমরা নানা উৎসবের মধ্য দিয়ে বরণ করে নিই। কেননা, অতীতের সমস্ত দুঃখ আর গ্লানিকে মুছে দিয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে আগামী বছরের সোনালি দিনের আশায় নতুন আলোর আহ্বান জানাই। আমরা চাই যে, গত বছরের সকল দুঃখ-দুর্দশাকে কাটিয়ে আগামী দিনগুলো সুখ আর শান্তিতে ভরে উঠুক। তাই আমরা নতুন বছরকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার চেষ্টা করি। নববর্ষ আমাদের শত সহস্র বছরের ঐতিহ্য। ইহা আমাদের রীতি-নীতি, আচার-অনুষ্ঠান এবং সংস্কৃতির ধারক ও বাহক। ইহা বাঙালির জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ।