"কালজয়ী আমেরিকান লেখক আর্নেস্ট মিলার হেমিংওয়ের জন্ম ১৮৯৯ সালের ২১ জুলাই, নানার বাড়িতে। পরিবারের ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। তাঁর খেলাধুলায় উৎসাহী বাবা পেশায় ডাক্তার ছিলেন। তাঁর নাম ক্লারেন্স হেমিংওয়ে। মায়ের নাম গ্রেস হল হেমিংওয়ে। তাঁদের বাড়ি ছিল শিকাগোর উপকণ্ঠের অভিজাত ওক পার্ক, ইলিনয়স-এ। ছুটিছাটার দিনগুলো তাঁদের পরিবার মিশিগানের ওয়ালুন লেকের তীরে নিজেদের হান্টিং লজে গিয়ে কাটাত। জায়গাটা ইন্ডিয়ান সেটলমেন্টের কাছে। স্কুলের মেধাবী ছাত্র ছিলেন হেমিংওয়ে। সবকিছুতে উদ্যমী ছিলেন। কিন্তু মায়ের সাথে মানিয়ে চলতে পারতেন না বলে দুবার বাড়ি থেকে পালিয়ে যান তিনি। ওক পার্ক হাই স্কুল থেকে গ্রাজুয়েশন করার পরপরই বাড়ি ছাড়েন হেমিংওয়ে। ১৯১৭ সালে ১৮ বছরেরও কম বয়সে কানসাস সিটি স্টার পত্রিকায় কাব রিপোর্টার হিসেবে যোগ দেন। পরের বছর আমেরিকান সেনাবাহিনীতে ভর্তি হতে গিয়েছিলেন হেমিংওয়ে, কিন্তু দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে ব্যর্থ হন। পরে রেডক্রসের সহযোগিতায় ইটালিয়ান ফ্রন্টে ভলান্টিয়ার অ্যাম্বুলেন্স চালক হিসেবে কাজ শুরু করেন তিনি।"