ফিলিয়াস ফগ পাঁচ বন্ধুর সঙ্গে অনেক টাকার বাজি ধরেছেন, আশিদিনে বিশ্ব ভ্রমণ করবেন। যেদিন বাজি ধরা, সেদিনই লন্ডন ছাড়লেন তিনি। ডিটেকটিভ ফিক্স ভাবল, ব্যাংকের যে বিপুল টাকা খােয়া গেছে, ফগই তা চুরি করেছেন। এখন পুলিশের চোখে ধুলাে দিতে বাজির ছলে লন্ডন ছেড়ে পালিয়ে এসেছেন। কাজেই সে পিছু নিল। শুরু হলাে অদ্ভুত রােমাঞ্চকর এক যাত্রা-যার পদে পদে আছে শিহরণ, বিপদ, ভয়, উৎকণ্ঠা। পাঠক, আপনারাও চলুন এই অবিস্মরণীয় অভিযানে অংশ নিতে। জেনে আসুন দুনিয়াটা কেমন গােল।