দেশের সব কয়টা খবরের কাগজের পাতায় ‘সেন্ট্রাল ব্যাংকের অদ্ভুত কারবার' নামক শ্বাসরুদ্ধ হয়ে যাবার মতো খবরটা ছাপা হয়েছিল। খবরটা প্রথম পাতাতেই স্থান পেয়েছিল। এ শতকের গোড়ার দিকে ঘটনাটা ঘটেছিল। এমনতর রহস্যজনক ঘটনা এর আগে আর কোনদিন ঘটে নি। আজও কিন্তু সে কাহিনী শোনার জন্য মনের দিক থেকে খুবই উৎসাহ পাওয়া যায়, কৌতূহল জাগে। তখন সেন্ট্রাল ব্যাংকের ডিকে শাখার ম্যানেজার ছিলেন লর্ড ব্লেজেনের ছেলে রবার্ট লুই ব্লেজেন। এ শাখাতেই ডাকাতি হয়েছিল। সুবিশাল ঘরের এক ধারে, পিছনের দিকে ম্যানেজারের ঘর। বড় হলঘর থেকে বেরিয়ে থ্রেডনিডপ পথে ওঠা যায়। মোটাসোটা লোহার গারদে গিয়ে রাখা হয়েছে স্ট্রংরুমটাকে। সেটা রয়েছে, কাচের দরজা ডিঙিয়ে ভেতরে ঢুকলেই বাঁ দিকে।