মেয়েদের কে চিৎকার করতে হয়না!স্বামীরা প্রথম প্রথম ওমন করে,সয়ে যেতে হয়,মেনে নিতে হয়।তারা না বলে,না অনুমতি নিয়ে জোরপূর্বক শরীর ছোঁবে এটাই তো স্বাভাবিক! অথচ এই স্বাভাবিক কথাগুলো পালকির কল্পনার কোটি কোটি মাইল দূরে ছিল।সে কোনোদিন ভাবেনি বিয়ে মানে অশ্লীলতা! সে জানতো এ এক পবিত্র বন্ধন।যেমনটা সে ছোট থেকে স্বপ্ন দেখে এসেছিল,তার সব স্বপ্ন ভেঙ্গে দিয়েছে বিয়ের পরের প্রতিটা রাত!চার দেয়ালের বন্দী রুম!রুবেলের দেয়া স্পর্শ তার কাছে বিষ মনে হতো!এরপর কি?এর কি শেষ ছিল না?নাকি শুরুতেই সব ছিল,সব হতে পারতো যা যা হচ্ছে সেইসব পবিত্র হতে পারতো তার কল্পনার মতো!দুঃস্বপ্ন না হয়ে সুন্দর স্বপ্নে সমাপ্তি হতে পারতো!
Golpo pore kanna cole asche...bora bor e pochonder lekhika tumi...thanks Eto shundor golpo upohar dewar jonne
Read all reviews on the Boitoi app
আপনি পাবেন আমায় ভিনদেশে। অনেক সময় অনেক প্রশ্ন মনে উকে দিয়ে যায় আসলে কোনটা সত্য। ভালবাসা নাকি ভাললাগা। এটা কি মোহ নাকি মায়া। আমরা কেউ কখোনো কি সত্য উম্মচন করার চেষ্টা করি। নাকি যতুটুকু দেখি তাই বিশ্বাস করি। আমি আপনার জীবনে নায়ক নয়, ভীলেন হতে চাই। আপনার জন্য সারা দুনিয়ায় আগুন লাগিয়ে দিবো। সারা শরির কলঙ্কে ঝলসে যাক, তবুও তুই বন্ধু আমারি থাক। ভালবাসি।
Fb তে একটু পরে বইটা পড়তে এসেছিলাম ভেবেছিলাম আর পাঁচটা ভালোবাসার মতো পালকির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে সাহেব হয়তো প্রতারণা করেছে । কিন্তু বইটা পড়ার পরে যেমন ছোট পালকির অবুঝ ভালোবাসায় হেসেছি তেমনি যখন দুজন দুজনের ভালবাসা বোঝার পরেও এক হতে পারে না সমাজের জন্য । কান্নাও করেছি অনেক এক একটা লাইন পড়েছি আর চোখ থেকে পানি বেরিয়েছে পালকির কষ্ট টা উপলব্ধি করতে পারছিলাম একটু হলেও । সত্যি বলতে মনে পুরো ছেয়ে গিয়েছে পালকি আর সাহেব চরিত্র টা । অনেক অনেক ভালো লেগেছে কান্নাও করেছি অনেক আসায় ছিলাম মিল হবে হলো না সব ভালোবাসার তো আর মিল হয় না 💔। আপু ভালোবাসা রইলো এমন সুন্দর সুন্দর গল্পঃ উপহার দেবেন আরও 💗
Another great work from favourite writer🌸