রোন নদীর ওপর ছোট্ট একটা দ্বীপ। এ দ্বীপেরই এক পুরনো বাড়িতে বাস করেন মাস্টার জ্যাকারিয়ুস। সবাই তাঁকে ঘড়ির কারিগর মাস্টার জ্যাকারিয়ুস বলেই জানে। তাঁর চেহারা দেখে বয়স সম্বন্ধে ধারণা করা সম্ভব নয়। কুচকুচে কালো মানুষটার বয়স যে কতো তা কারোরই জানা নেই। তাঁর তৈরি ঘড়িগুলো বাস্তবিকই বিচিত্র। তিনি বিশ্ববিখ্যাত হয়ে গেছেন ঘড়িনির্মাতা হিসেবে।