১৮৬৪ খ্রিস্টাব্দের ঊনত্রিশে জুলাই। নর্থ চ্যানেল দিয়ে হেলতে দুলতে একটা ছোট্ট জাহাজ এগিয়ে চলেছে। তার চোঙ দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। মাস্তুলের ডগায় ব্রিটিশ পতাকাটা পব্বপব্ব করে উড়ছে। আর সোনালি সুতো দিয়ে আঁকা ইংরেজি ‘ই. জি.' অক্ষর দুটো, মার্কুইসের নিুপদস্থ অভিজাত আর্লের সম্মানসূচক চিহ্ন। জাহাজটার গায়ে তার নাম ‘ডানকান' কথাটা স্পষ্টা অক্ষরে লেখা। মালিকের নাম লর্ড গ্লেনারভান। তিনি ইংল্যান্ডের রয়্যাল টেমস ইয়ট ক্লাবের এক নামকরা সদস্য। তাঁর সহধর্মিণীও লেডি হেলেনা সঙ্গে রয়েছেন। আর রয়েছেন তাঁর খালাতো ভাই ম্যাকনবস।