মাহিদ বলল, - আমার মেয়ে একটা সামান্য কথা বলেছে। তুই সেটার জন্য ওকে অপমান করবি? সামনে থাকলে তোর বাপ দাদার নাম আমি ভুলিয়ে ছাড়তাম শালা।মেয়েমানুষ নিয়ে ঘুরাঘুরি করবি আর সেটা বললে এত গায়ে লাগে কেন? - শোনো শোনো মেয়ের হয়ে কথা বলা বন্ধ করো। মা আর দাদু তিলকে তাল করা সেকেলে মহিলা। আমি মেয়ে বান্ধবীর বাড়িতে দাওয়াত রক্ষা করতে গিয়েছি একথা শুনলে তারা তেল মশলা যোগ করে আমাকে কি ধরণের প্রশ্ন করবে তা কি আমি জানতাম না? সেখানে তোমার মেয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছে। বাড়িতে আমার মানসম্মান বলে একটা কথা আছে। - তোর মানসম্মানের কেতাপুরি শালা। এইদিন ন্যাংটা ন্যাংটা হেঁটেছিস আমার সামনে। - লিসেন মাহিদ রেজওয়ান খান। আমাকে এসব বলে নাচাতে পারবে না। ছোটবেলায় তুমিও অমন হেঁটেছ। ওসব ফালতু কথা ছেড়ে তোমার মেয়েকে শাসন করো। মাহিদ হেসে উঠে বলল, - ওই এয়ারহোস্টেস মেয়েটার নাম কি যেন? মেরিন তো বলেছিল দেখতে ভারী। তাকে বিয়েশাদি করবি নাকি? তুই শালা ছোট থেকেই ধান্ধাবাজিটা ভালোই জানিস। মেয়ে পটাতে তোর জুরি মেলা ভার। রাহি রেগে গিয়ে বলল, - ওসব কথা তোমাকে কেন বলব? আমার চয়স সবার উপরে। চৌধুরী বাড়ির বউ যে সে হতে পারবে না। তাকে অনেকটা স্মার্ট এবং নম্র ভদ্র সভ্য হতে হবে। বিশেষ করে মেয়ের বাপকে। বুঝেছ?
সুন্দর
Read all reviews on the Boitoi app
অসাধারনতায় মোড়ানো একটি গল্প।
মন কেমনের বৃষ্টি এত মন কেমন করা সুন্দর ছিল তার পর সিকুয়াল হিসাবে এটা বেশ ভাল লেগেছে। আপনার লেখার ধরন খুব সহজ সাবলীল। খুব পরিচিত ঘটনা সুন্দর করে স্পেশাল করে তোলার একটা বিশেষ ক্ষমতা আছে আপনার। অনেক শুভকামনা রইল।
বইটি নিয়ে কি বলব আমি আসলেই কনফিউজড! অসাধারণ গল্প ছিল। পড়ার পর এক ঘোরেই আছি। প্রিমা আপুর লেখা মারাত্মক সুন্দর। মেরিনা আর রাহির খুনশুটি, ঝগড়া অনেক মজার। আর মাহি- ছিকু জাস্ট মাইন্ড ব্লোয়িং 🥹🩷 শেষের অংশে আধিরা আর তার স্বামীর ভালোবাসা ভালোবাসি অসম্ভব সুন্দর স্নিগ্ধ লাগল। মিহির এর কথাগুলো মনের মধ্যে দাগ বসিয়ে ছাড়ল! ধন্যবাদ আপুকে এত সুন্দর গল্প লেখার জন্য। ভালোবাসা অবিরাম আপুর রইল চন্দ্রলালের বউ🥺🖤🫶
ইশ! চোখের পলকে শেষ হয়ে গেল মনে হলো❤️❤️ এই গল্পের প্রতি মুগ্ধতা কখনো শেষ হবার নয়।
এই প্রিয় আপু,আপনি এতো দুষ্টু মিষ্টি কথা কেমনে লিখেন?আমি দিন দিন আপনার অন্ধভক্ত হয়ে যাচ্ছি ভাই😳এটা কিন্তু ঠিক না।আরেকটু কম সুইট হলেও পারতেন🤗
এই ইবুকটা পড়েছিলাম মে মাসের শেষ দিকে । হঠাৎ করে মনে হয়েছিল ইবুকটা নামের জন্যেই কিনে ফেলি । কিন্তু পড়ে এতটাই ভালো লেগেছিল যে মনে হয়েছিল আরো একটা সুন্দর ইবুক পড়ে ফেলেছি । কিন্তু কেনো জানি না এখানে অনুভূতি জানানোর কথা ভুলে গেছিলাম । লেখকের লেখা প্রথম পড়া হিসেবে আমার মনে হয়েছিল কিছু প্রথমকে বোধহয় তার অসাধারণ কিছু দিয়েও আর বিট করা যায় না পরবর্তীতে । এটা সেরকমই লেখা ছিল । সাথে দারুণ ভাবে চরিত্র গঠন করা হয়েছে । মূলত এই ইবুকটা ভালোই লেগেছে যেভাবে পটভূমি গঠন এর সাথে চরিত্রগুলোকে খাপ খাওয়ানো হয়েছে । অসাধারণ মেলবন্ধন ।
খুব খুব খুব ভালো লেগেছে । ইশশশ কি সুন্দর 🥺🤍 ছিকু বড় হলো বিয়ে করলো বাচ্চা হলো।ইশশশ।🥺🤍 আমাদের মাহিদভাই নানা ভাই হয়ঃ গেলো। ইশরে। অসাধারণ হয়েছে। তবে আমার সব থেকে ভালো লেগেছে মন কেমনের বৃষ্টি সিজন সবগুলো। এটাও খুব ভালো লেগেছে🤍✨
অসম্ভব সুন্দর! দারুন, দারুন দারুন ❤️✨✨
নিঃসন্দেহে তোমার লেখনীর তুলনা নেই। মানুষের কল্পনার জগৎ টাকেও কেমন যেন বাস্তবে নিয়ে আসতে বাধ্য করো। রিভিউ টা দেরিতে দিচ্ছি। পড়েছি কাল রাতে ঝড়ের সময়। জানি না কেন যেন আমার যখনই এই মন কেমনের বৃষ্টি এর সিরিজ গুলা সামনে আসে পড়তে নেই সেদিনই আকাশ কালো করে বৃষ্টি উপহার দিয়ে রাখে। আর তোমার গল্পটাকে বাস্তবে রুপ দেয়। তবে একটা কথা আমি খুব ফুল গাছের প্রেমী। কিন্তু তোমার গল্প পড়ে বকুল গাছের লাগানোর সাধ জাগে। আফসোস এখনো অব্দি চারাটা জোগাড় করতে পারিনি কোথাও থেকে। কেমন একটা ঘোর লাগানো বৃষ্টি মাখা ঘ্রাণের সুভাষ নিতে খুব ইচ্ছে হয়। বরাবর এর মতোই বলি। তোমার লেখনীর ধরন পাল্টাবে বা কাহিনি পাল্টাবে। যে যাই বলুক না কেন তুমি ফ্যাশন এর তালে গা কখনো ভাসিয়ো না, নিজের প্যাশন টা কে সবসময় প্রাধান্য দিবে। শুভকামনা রইল সিস্টার❤️🫶❤️