অপরূপ রূপময়ী আমাদের এই বাংলাদেশ। প্রত্যেক ঋতুতে তার দিগন্তের সীমানায় নানা রঙের রূপের মেলা বসে। ঋতুবৈচিত্র্যের এমন অপরূপ রূপের সমাহার বাংলাদেশ ছাড়া আর কোথাও দেখা যায় না। বাংলাদেশের প্রকৃতি একেক ঋতুতে একেক রূপ নিয়ে আমাদের কাছে আসে। বাংলাকে হাসিয়ে-কাঁদিয়ে সুন্দরী বর্ষা বিদায় নিলেই শরৎ আসে তার অফুরন্ত সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে। নীল আকাশের নির্মেঘ রূপকান্তি দেখলেই বোঝা যায়- এখন শরৎ এসেছে আমাদের কাছে তার মন হরণহারী অপরূপ রূপের ভান্ডার নিয়ে। হেমন্তের প্রকৃতিতে শরতের মতো এত রূপের বাহার নেই বটে, কিন্তু হেমন্ত ঋতু একটা ভিন্নতর বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাছে আসে। হেমন্ত মমতাময়ী নারীর মতো এক অনিবচনীয় কল্যাণী রূপশ্রী হয়ে আমাদের নিকট এসে হাজির হয়। তার মমতার পরিচয় পাওয়া যায় ফসলে ভরা মাঠের দিকে তাকালেই।