নির্জন এক জঙ্গলে কালো রঙের একটি লিঙ্কন গাড়ি এসে থামল। এগারো বছর বয়সি মার্ক সোয়ে আর তার ছোট ভাই গোপনে সিগারেট খেতে এসে দেখে ফেলল এক আইনজীবীর আত্মহত্যা। ঘটনাচক্রে মার্ক জানতে পারল ভয়াবহ এক গোপন কথা। আমেরিকার জটিল আইনি প্রক্রিয়া আর মাফিয়া খুনি-- এই দুই গ্যাঁড়াকলে পড়ে গেলো সে। তার পাশে এসে দাঁড়ালো মাত্র চার বছর ধরে আইন পেশায় নিয়োজিত রেজি লাভ। মার্ককে কথা বলাতে সব ধরণের আইন ভেঙে ফেলতে চায় প্রসিকিউটররা, মাফিয়ারা তাকে চুপ করাতে মরিয়া, আর রেজি লাভ যে কোন মূল্যে তার মক্কেলকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। শেষ পর্যন্ত রেজি লাভ বাজি ধরলেন জীবনের সাথে—এর ফলে হয় মার্ক মুক্তি পাবে, না হয় তাদের দু-জনের জীবনই বিপন্ন হবে। জনপ্রিয় মার্কিন থৃলার লেখক জন গ্রিশামের অন্যতম সেরা কাজ ‘দ্য ক্লায়েন্ট’ পাঠককে রোমাঞ্চকর একটি গল্পের সাথে পরিচয় করিয়ে দেবে।