উপস্থিত জনতার মধ্যে চাপাস্বরে কথা চলছে। প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যে। নাকে কাপড় দিয়ে ঢেকে রেখেছে সবাই দুর্গন্ধ থেকে বাঁচতে। বিকৃত হয়ে গেছে জগবন্ধুর মুখ। সবাই বুঝে গেছে এটা কুষ্ঠ। পুরোহিত জানতে চাইলেন মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে। সে তার দুর্বল দৃষ্টি দিয়ে খুঁজছিল প্রিয়মুখটা। জগবন্ধুকে নিক্ষেপ করা হল জ্বলতে থাকা উন্মত্ত আগুনের কুণ্ডে যে প্রবল আক্রোশে পুড়িয়ে দেবে সব। অদ্ভুত ব্যাপার তার কোন অনুভূতি হচ্ছে না। এতটুকু ব্যথার অনুভূতি হচ্ছে না তার। তার মস্তিষ্ক গলে যাচ্ছে যেন। ঘোলা হয়ে আসছে তার দৃষ্টি। ঘোলাটে দৃষ্টিতে সে শেষবারের মত দেখল শেহেরবাঈ'র মুখটা। তবে যাকে সে দেখতে পেয়েছিল সে ছিল অবিকল তার গড়া মূর্তির বিম্ব। অবগুণ্ঠিত বাস্তবের শেহেরবাঈ এই হৃদয়বিদারক দৃশ্য সহ্য করতে পারেনি বলে চলে গিয়েছিল অনেক আগেই। তার নিষ্প্রাণ হতে থাকা ঠোঁটে এক চিলতে তৃপ্তির হাসি দেখা গেল। সে মনের মত করে তবে গড়তে পেরেছে শেহেরবাঈকে! হতভাগ্য জানতেই পারল না শেহেরবাঈ সত্যিই এসেছিল।
অভিযোগ ১) মিস্ট্রি থ্রিলার বলে বিজ্ঞাপন করা উচিৎ হয়নি। ২) যে স্টাইলে লেখা তাতে প্রথম ভাগেরও দ্বিতীয় ভাগের মত টিকা দেওয়া উচিৎ ছিল। ৩) থ্রিলার ভেবে পড়া শুরু করেছিলাম কিন্তু থ্রিলের কিছুই পাইনি। ৪) আপনি ডাক্তার এজন্য শুধু ডাক্তারি পরিভাষার টিকা দিবেন আর ইতিহাসের দিবেননা না এটা ঠিক না। ভালোলাগা উপন্যাসটি আমার কাছে থ্রিলার মনে হয়নি কিন্তু অসাধারণ ভালো লেগেছে। বাংলাদেশের কারও লেখায় এত চিন্তার গভীরতা আমি পাইনি বললে অত্যুক্তি করা হবে না। আমার মতে এটার জনরা থ্রিলার না হয়ে 'দর্শন, ইতিহাস এবং শিল্পকলা' হলে যথাযথ হত। ন্যায়-অন্যায়ের বোধ-বিচারের যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এখানে ফুটে উঠেছে তা অতুলনীয় এবং বাস্তব। কর্ম এবং কর্মফলের চিরন্তন বাস্তবতার সাথে একজনের সাথে অপরজনের যে মিথস্ক্রিয়ার সৃষ্টি আপনি করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে পাওলো কোয়েলোর 'আলকেমিস্ট' বইয়ের থেকেও বেশি ভালো লেগেছে 'চন্দ্রভুক'। আকাঙ্খা I want to know about the final outcome of your thinking process. It is very complex. You should describe that.
Read all reviews on the Boitoi app