প্রতিদিনকার মতো আজও মায়ের দায়িত্ব পালন করতে ঘর থেকে বেরিয়েছে র্যাচেল ক্লেইন। স্কুলগামী মেয়েকে বাসস্টপে ছেড়ে নিজের কাজে যাবে। কিন্তু কে জানতো একটা ফোনকল ওর জীবনটাকে তছনছ করে দিতে যাচ্ছে? অপরিচিতা এক নারী ওকে কল করে জানালো, কাইলিকে সে গাড়ির পেছনের সিটে হাতমুখ বেঁধে ফেলে রেখেছে। র্যাচেল তার মেয়েকে ফেরত পাবে, যদি নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করে। মুক্তিপণ দিতে হবে কিছু, এরপর আরেকটা বাচ্চাকে অপহরণ করতে হবে। এটা কোনো সাধারণ কিডন্যাপিং না। যে কাইলিকে অপহরণ করেছে, সে নিজেও একজন মা। র্যাচেল যদি তার কথামতো কাজ না করে, তার অপহৃত ছেলেও মারা যাবে। না চাইতেও একটা ভয়ঙ্কর শেকলের অংশ হয়ে গেলো র্যাচেল ক্লেইন। নিয়মটা সোজাই: টাকা খুঁজে আনো, নিজের শিকারকে বের করো, এরপর এমন একটা কাজ করো, যা চব্বিশ ঘণ্টা আগেও করার কথা ভাবতে পারতে না। আড়ালে যে কলকাঠি নাড়ছে, সে জানে বাবা-মায়েরা সন্তানকে বাঁচাতে নরকের দুয়ার পর্যন্ত যাবে। তবে না, এতেও তাদের নিস্তার নেই। মাত্র এই খেলাটা শুরু হলো...