এ পর্যন্ত আমার জন্য দশ থেকে পনেরোটা বিয়ের সম্বোন্ধ এসেছে। তবে এর মধ্যে একটা সম্বোন্ধও টেকেনি। এর কারণ অবশ্য আমাদের পরিবারের কারোই জানা নেই। আমাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয় ঠিকই কিন্তু পরের দিনই খবর আসে ওনারা আমাদের সাথে সম্বোন্ধ করতে চান না। এমনও নয় যে পাত্ররা আমাকে অপছন্দ করে। সবারই বিয়েতে মত থাকে কিন্তু তারপরেই হুট করে কী হয় জানিনা। এখন পর্যন্ত আসা সব সম্বোন্ধই ক্যান্সেল হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা সম্বোন্ধর দিন তারিখ ঠিক হতে হতেও আবার পাত্রপক্ষরা ফোন করে না করে দিয়েছে। সমস্যাটা যে শুধু বিয়ের সম্বোন্ধ নিয়ে তা কিন্তু নয়। আমার প্রথম বয়ফ্রেন্ড সাইমনও কোনো কারণ না দেখিয়ে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছিলো। এরপর অনেক ছেলেই আমার জীবনে আসতে চেয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে তারাও পিছু হটে গেছে। প্রথম কিংবা দ্বিতীয় দেখায় আমার প্রতি তাদের যেই ভালো লাগা ছিল তারপরের দেখাতে তারা আমাকে দেখলে রীতিমতো না দেখার ভান ধরে থাকতো। এই ব্যাপার গুলো আমার কাছে নেহাতই স্বাভাবিক কোনো ব্যাপার বলে মনে হয়নি। এখনো যখন বিয়ের সম্বোন্ধ আসার পর এরকম ঘটনা গুলো ঘটছে তখন আমার মনের মধ্যে আরও বেশি করে প্রশ্ন জেঁকে বসছে। দেয়ালের ওপাশে কে আছে? যে আড়াল থেকে সাবার জীবনে একের পর সমস্যা সৃষ্টি করছে? কে সে? জানতে হলে পড়তে হবে "দেয়ালের ওপাশে কে?"