খোলাসা কথা হলো, যেই ইনফিরাদি দাওয়াতকে ফরযে আইন বলা হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হলো, নিজের অধীনদেরকে নেককাজের আদেশ করবে। মন্দ কাজ থেকে বিরত রাখবে। সাথে সাথে কোনো ব্যক্তি বা একসঙ্গে কয়েকজন যদি তাদের সামনে কোনো মন্দ কাজ ঘটতে দেখে তাহলে তারা তাদের সাধ্যানুযায়ী ভালোর দিকে দাওয়াত দেবে। যেমনটা প্রসিদ্ধ হাদীসে বর্ণিত হয়েছে