মুসলমানের শ্রেষ্ঠত্বের অন্যতম নিদর্শন হচ্ছে সালাম। ওলামায়ে কিরামের ঐকমত্যে সালাম দেয়া সুন্নাত। তবে সালামের জবাব দেয়া ওয়াজিব। অবশ্য পানাহার, মল-মূত্র ত্যাগ, তালিম দেয়া, কুরআন তিলাওয়াত করা ও সালাতরত অবস্থায় সালাম দেয়া ও সালামের জবাব দেয়া মাকরূহ। অমুসলিমকে সালাম দেয়া হারাম। দেখা-সাক্ষাতে, পরস্পর ভাব বিনিময়ে ও সম্ভাষণে اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ বাক্যটি সর্বজনীন ও আন্তর্জাতিক মানের। ছোট-বড়, আমীর-গরিব, সকলের ক্ষেত্রে এবং সব সময়ই প্রযোজ্য। এটি উম্মতে মুহাম্মাদীর জন্যে মহান আলাহর পক্ষ হতে এক বিরাট নিয়ামত।