প্রত্যেক মানুষের ভিন্ন ব্যক্তিত্বের ন্যায় ভিন্ন লক্ষ্য থাকে।খুব কম মানুষই তার লক্ষ্যে পৌছাতে পারে।কেননা লক্ষ্যে পৌছানোর পূর্বেই তারা পথভুলে যায়।পরবর্তী পথে গিয়ে তারা নিজেদের কে বিজয়ী মনে করে।তবে কি তারা প্রকৃত পক্ষেই বিজয়ী? উচ্চ পদে যাওয়ার মানেই সফল হওয়া নয়,বরং প্রিয় পদে যাওয়ায় সফলতা।