কিছুটা উৎকণ্ঠা দেখা দেয় শিমির মধ্যে। পুরোপুরি অন্ধকার নেমে আসছে। সোডিয়াম বাতির আলো উজ্জ্বল হচ্ছে ক্রমশ। শিমি এদিক-ওদিক তাকাল দুবার। গোল হয়ে ওরা বসে আছে একটা ছায়াবৃক্ষের নিচে। তিনজনই চুপচাপ। দুই যুবকের মনে শিমিকে পাবার বাসনা ক্রমশ প্রবল হয়। যে করেই হোক বিয়েটা বন্ধ করতে হবে। শিমিকে বাসায় ফেরাতে হবে। অথচ ভাবনাটা দুই যুবকের একান্ত নিজস্ব। একান্ত ব্যক্তিগত। ঠিক সাড়ে ছটায় তৃতীয় যুবকের আগমন। তার ভাবনাও প্রথম দুই যুবকের অনুরূপ। সে পুরো ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেল। যদিও রাতের আঁধারে তার মুখের অভিব্যক্তি বোঝা গেল না। সে বলল, প্রেম, ভালোবাসা পাপের কাজ। এসবকে প্রশ্রয় দেয়া ঠিক না।
Onek valo lekhcen,,, valo lagce boita ❤️
Read all reviews on the Boitoi app
ভালো