মিরপুর দশ নাম্বারে এক ব্যাংকারকে নামিয়ে দিতেই রিকোয়েস্টটা পেলাম। প্রায় মধ্যরাতে অনাকাঙ্ক্ষিত রিকোয়েস্ট পেয়ে একটু বিরক্ত হলাম। রাত বারোটার আগেই আমাকে ঘরে ফিরতে হয়। আমার নাম নোমান। আগামী মাসে বয়স চল্লিশ হবে। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে যে বেতন পাই, তাতে চার সদস্যের পরিবার নিয়ে ঢাকায় টিকে থাকা বেশ কঠিন। তাই সন্ধ্যা ছয়টা থেকে উবার চালাই। উবার চালানো আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য ভালো একটি বিকল্প। বাড়তি আয় করা যায়। তবে আমি রাত বারোটার মধ্যেই কাজ শেষ করি, কারণ এর বেশি দেরি হলে আমার স্ত্রী রাগ করে কথা বন্ধ করে দেয়। রিকোয়েস্ট আসার পর মোবাইলটা কানে তুললাম। আমি: "হ্যালো!" সে: "হ্যালো, আমি মিরপুর দুই, হার্ট ফাউন্ডেশনের ঠিক সামনে আছি।" আমি: "কোথায় যাবেন?" সে: "এখনও ফাইনাল সিদ্ধান্ত নিতে পারিনি। তবে ফকিরাপুল যাওয়া যায়।"
প্রবেশ নিষেধ বইটাও দিয়েন
Read all reviews on the Boitoi app
ভালো লেগেছে খুব।
ভালো লাগলো।