সর্বহারা মেয়ে আনযাবীন চৌধুরীর জীবনে অমাবস্যার মতো আগমন ঘটল একজন গ্যাংস্টারের। কিয়ান কোভিদ নামের শক্ত, কঠিন হৃদয়ের এই পুরুষটির জীবনে আনযাবীন ভালোবাসা হয়ে ধরা না দিলেও, সে জেদ ধরল মেয়েটিকে জোর করেও বিয়ে করবে। অনেকটা ছলনার আশ্রয়ে তাতে সক্ষমও হলো। আনযাবীনের কাছে নতুন এই দুনিয়া রহস্যময়। সবচেয়ে বেশি প্রহেলিকা তার স্বামী কিয়ান, যাকে সকলে চেনে এক পরিত্যক্ত নগরীর মতো—যেখানে নেই ভয়, নেই ভালোবাসা। প্রেম, কাম, ক্ষমতা এবং অদ্ভুত এক জীবনের সূচনা জানতে হলে পড়ুন "ক্যাসানোভা"।
"অসমাপ্ত তবুও ভালো লেগেছে।আমার মনে হয় এর আরেক টা পার্ট দরকার।লেখিকার কাছে কঠিন আবদার আনযাবিন ও কথা কিয়ান কে নিয়ে আবার একটা গল্প লেখা হক।"
"কিয়ান কোভিদ!" নামটাই এতো ভাল্লাগে! তারওপর আবার গ্যাংস্টার! 🥺😩 জানতে পেরেই মনে গেঁথে গেছে একদম।পড়তেই হবে! পড়ে ফেলেছি!😌 অসাধারণ সুন্দর একটা গল্প। চমৎকার! 😌
Read all reviews on the Boitoi app
আসাধারন
আপনার সব বই ই অসমাপ্ত থাকে 💔💔 মন ভরেএএএ নাই
পরের অংশ কবে আসবে। অনেক সুন্দর ছিল গল্পটা। সামিয়া আপির লেখা পড়ার সময় বই তে হারিয়ে যাই। এত সুন্দর করে সব দিক ফুটিয়েছেন
শেষে ধোঁয়াশা রাখাটা ভালো লাগেনি। পার্ট 2 আছে শিওর কিন্তু সেটা খুব দ্রুত আসুক
Khub khub sundor eta book. monta vore gelo Bookta pode. janita next part asbe ki na but ashy thak bo booktar next part er jono😊😊😊
মূলত ফেসবুক থেকে এই ই-বুক টি পড়া। কিয়ান কোভিদ এর প্রেমে পড়েছি। অসমাপ্ত তুবও ভালো লেগেছে। আনযাবীন ও কিয়ান নিয়ে আবার ও গল্প চাই প্রিয়াপু।💓
অসমাপ্ত তবুও ভালো লেগেছে।আমার মনে হয় এর আরেক টা পার্ট দরকার।লেখিকার কাছে কঠিন আবদার আনযাবিন ও কথা কিয়ান কে নিয়ে আবার একটা গল্প লেখা হক।
আমার মনে হচ্ছে প্রারম্ভ, বই দরকার🪷🥺
অসমাপ্ত তবুও ভালো লেগেছে। আমি জানিনা লেখিকার পেইজ থেকে আমাকে বিনা কারণে কেনো ব্লক করা হয়েছে! ব্যাপারটা খুবই আনইথিক্যাল লাগলো।