কিভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে? কিভাবে ধৈর্য ধারণ করতে হবে? বিজয়ী হলে কি করতে হবে? প্রতিটি বিষয়ে সবিস্তারে বর্ণনা করা হয়েছে কুরআন মাজিদে। আর রাসূল (সা) তার বাস্তব নমুনা দেখিয়ে গেছেন। আমরা যারা রাসূল (সা) এর উম্মত বা অনুসারী বলে দাবী করি, তাদের প্রত্যেককে আল্লাহর নির্দেশিত এবং রাসূলের প্রদর্শিত পথেই চলতে হবে। এটিই ঈমানের দাবী। এর মধ্যেই নিহিত দুনিয়া ও আখিরাতের মুক্তি।