দুঃখজনক হলেও সত্য আমাদের মুসলিমদের মধ্যে, কওমী আলেম (দেওবন্দ হাটহাজারী), আহলে হাদীস, প্রচলিত তাবলীগ জামায়াত, এই তিনটি ইসলামী দলের আলেমদের থেকে- “এ পৃথিবী নামক পরিবহনের ড্রাইভার”, ইসলামের দৃষ্টিতে কোন শ্রেণির মানুষ রাষ্ট্রের ড্রাইভার হলে, পরিবহনের যাত্রীগণ দুনিয়ার শান্তি ও আখেরাতে মুক্তি পাবে, তা আজও উপরোল্লিখিত তিনটি ইসলামী দলের আলেমদের নিকট থেকে জানতে পারিনি এবং এ ব্যাপারে তাদের কোনো দৃঢ়, শক্তিশালী বা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। সঙ্গত একারণেই ‘হু জু র’ নামক গ্রন্থটি রচনায় ব্রত হই। এর অর্থ মনে করুন, আমি আমার নিজেকে নিয়েই আত্মসমালোচনা করছি। প্রসঙ্গক্রমে এ গ্রন্থে কওমী আলেম (দেওবন্দ হাটহাজারী), আহলে হাদীস, প্রচলিত তাবলীগ জামায়াত এই তিনটি ইসলামী দল ও তাদের আলেমদের প্রসঙ্গ চলে এসেছে এবং ব্যাপক সমালোচনাও করেছি। এই সমালোচনা মূলতঃ সমালোচনার উদ্দেশ্যে সমালোচনা নয়; বরং সমালোচনা করেছি সৎ নিয়তে, সৎ উদ্দেশ্যে, সংশোধনের উদ্দ্যেশে, আত্মশুদ্ধির জন্য সর্বপরি আল্লাহ্কে রাজি খুশি করার জন্যই এ ‘আত্মসমালোচনা’। তাছাড়া আমি কওমী আলেম (দেওবন্দ হাটহাজারী), আহলে হাদীস, প্রচলিত তাবলীগ জামায়াত, এই সকল ইসলামী দলের হুজুরদের বিরোধীপক্ষের লোক হবো কেনো?