১২ বছরের মেয়ে সিয়াকে প্রায় ৯ মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন রাতের বেলায় যেন বেমালুম গায়েব হয়ে গিয়েছিল ও দাদাবাড়ি থেকে। অনেক চেষ্টার পরও ওর খোঁজ না পেয়ে হাল ছেড়ে দিয়েছে পুলিশও। কিন্তু মেয়ের সন্ধানে হাল ছাড়েনি মা আলিয়া অরোরা। যে কোনো কিছুর বিনিময়ে মেয়েকে ফিরে পেতে চায় সে। মেয়ের খোঁজে সাহায্য চাইল শখের গোয়েন্দা কেশব ও সৌরভের। সন্তান হারানোর ব্যথা বুঝতে পারে কেশভ। সেও চায় আলিয়াকে তার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করতে। এদিকে, রহস্যময় কেসটির সমাধান করতে গিয়ে কেশবও যেন জড়িয়ে গেল হৃদয়ঘটিত রহস্যের বেড়াজালে। আলিয়ার প্রতি মুগ্ধতা ও ভালোবাসার শেষ নেই তার। তবে, সবকিছুর পরও আলিয়ার জীবনের তার মেয়েকে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ সে। প্রিয় পাঠক, ডুব দিন রহস্য, উৎকণ্ঠা, মাতৃত্ব, বন্ধুত্ব, ভালবাসা, দায়িত্ববোধ আর দারুণ সব ঘটনা দিয়ে সাজানো চেতন ভগতের ‘ফোর হান্ড্রেড ডেজ’-এর রোমাঞ্চকর অভিযাত্রায়।