সভ্যতার বিস্ময়কর বিবর্তনের সন্ধিক্ষণে এই ছোট্ট বইটির জন্ম। এই বই, যা একেবারেই নতুন একটি জগৎ। বইয়ের দোকানে সীমিত শেলফে আরও হাজারও বইয়ের সাথে লড়াইয়ের জন্য এই বই। সাফল্যের নানান তরিকা বাতলে দেওয়া শত শত বইয়ের মাঝখানে যে বইটি আহামরি গুরুত্বপূর্ণ কিছু ছিল না। কিন্তু যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলÑতা হলো, ইন্টারনেটে বইটির সফলতার ‘গুঞ্জন’!